মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর জেলায় ডায়রিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। পটুয়াখালীর জেলা ও উপজেলা হাসপাতাল গুলিতে ডায়রিয়া রোগীর ব্যাপক চাপ বৃদ্ধি পাচ্ছে। ৭ দিনে রোগির সংখ্যা ১ হাজার ৫ শত ৭৯ জন আর ২৪ ঘন্টায় ৩১৩ জন।
রোগীদের চাপ সামলাতে ডাক্তাররা হিমশিম খাচ্ছেন। এদিকে দুমকি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে রবিবার সকালে গুরুতর অবস্থায় আব্দুর হক মুন্সিকে নিয়ে হাসপাতালে ছুটে আসে রোগীর স্বজনেরা। হাসপাতালে ভর্তি করার পর দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয়। মৃত আব্দুর হক মুন্সি (৮২) দুমকি উপজেলার জলিসা গ্রামের বাসিন্দা।
দুমকি স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক মীর শহিদুল হাসান ডায়রিয়ার মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেছেন।জেলার মির্জাগঞ্জের ৫০ শয্যা হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৯৩ জন ডায়রিয়া রোগি ভর্তি হয়েছে। দুমকী উপজেলার ৩১ শয্যা হাসপাতালে ১৭ জন ডায়রিয়া রোগি ভর্তি হয়েছে।
সদর হাসপাতালে ৭৬ জন। বাউফল হাসপাতালে ৪০জন। কলাপাড়া হাপাতালে ১২ জন। দশমিনা হাসপাতালে ২৫ জন। গলাচিপা হাসপাতালে ৪০ জন। এ দিকে পটুয়াখালী সিভিল সার্জন অফিসের সূত্র মতে , জেলায় গত ৭ দিনে ১ হাজার ৫ শত ৭৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৮ টি উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩৭ জন, মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ৩৪৯ জন,দুমকী উপজেলা হাসপাতালে ৭৩ জন,গলাচিপা উপজেলা হাসপাতালে ১২৮ জন,দশমিনা হাসপাতালে ১৭৮ জন, কলাপাড়া হাসপাতালে ৬৮ জন, বাউফল হাসপাতালে ১৯১ জন ,সদর উপজেলা হাসপাতালে ৪৫৫ জন।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা জানান, এ সিজনে তো সবসময় ডায়রিয়া দেখা যায় কিন্তু এবার আক্রান্তের হার অনেক বেশি। হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।
এ বিষয়ে পটুয়াখালীর সিভিল সার্জন ডা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় ডায়রিয়া রোগির সংখ্যা ৩১৩ জন। গত ৭ দিনে ১ হাজার ৫ শত ৭৯ জন।
Leave a Reply