রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ জাটকা সংরক্ষণ অভিযানে বরগুনার বিষখালী নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার কারেন্ট জাল আটক করেছে জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে এসব জাল আটক করে পুড়িয়ে দেয়া হয়। এসময় জেলে শামিম মিয়াকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশ সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিষখালী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ১০ লাখ টাকার কারেন্ট জাল আটক করা হয়। পরে ডিসি হাবিবুর রহমান ও এসপি জাহাঙ্গীর মল্লিকের উপস্থিতিতে ওইসব জাল বরগুনার খাকদোন নদের তীরের জলাভূমিতে পুড়িয়ে দেয়া হয়।
Leave a Reply