শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের বন্দরে অশ্লীল ভিডিও দেখিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার অভিযুক্ত খালু শওকত মিয়ারকে দেওয়ানবাগ কলাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, শওকত মিয়া সম্পর্কে ওই মাদরাসাছাত্রীর খালু। ২৯ মার্চ রাতে দুইজন একই বাসায় ছিলেন। ৩০ মার্চ রাত সাড়ে ১২টায় মাদরাসাছাত্রীকে ঘুম থেকে তুলে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় খালু।
পরে ছাত্রী বিষয়টি তার বাবা-মা’কে জানালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় শওকত মিয়াকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা।
Leave a Reply