শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভায়াশ্রমে মাছ শিকার করায় ২৪ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ৯টি নৌকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, নিষেধাজ্ঞার সময় অভায়াশ্রমে মাছ ধরার আপরাধে জাল ও নৌকাসহ ২৪ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছের প্রজনন ও সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply