সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশালে মাস্ক না পরায় ১৫ জনকে ২ হাজার ৮শ’ ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্কবিহীন জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
করোনা সংক্রমণ থেকে রক্ষায় জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে সোমবার (২২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের পৃথক ৪টি ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীরের ভ্রাম্যমাণ আদালত নগরীর চৌমাথা ও বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ ব্যক্তিকে ৯শ’ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত নগরীর রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে ৪ ব্যক্তিকে ৯শ’ ৫০ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী ৪জনকে ৬শ’টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা ২ জনকে ৪শ’টাকা জরিমানা করেন। এ সময় পৃথক ৪টি ভ্রাম্যমাণ আদালত মাস্কবিহীন জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করেন।
সকাল ১০টায় করোনা সুরক্ষায় নগরীর টাউন হলের সামনে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রচারনা এবং মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এরপর সমাজসেবা বিভাগের কর্মকর্তারা নগরীর বিভিন্ন এলাকা ঘুরে মাস্ক বিতরণ করেন। কেন্দ্রীয় দপ্তর থেকে ৫ হাজার মাস্ক পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আল-মামুন তালুকদার।
Leave a Reply