মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে ইসির নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপে ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১১ এপ্রিল অনুষ্ঠিতাব্য নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা। এদিকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ই মার্চ নির্বাচনী আচরন বিধি অনুযায়ী সকল প্রার্থীকে নিজ দায়িত্বে ব্যানার, ফেসটুন, পোষ্টার অপসারন করার নির্দেশ দিয়েছে রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম ও মাহমুল হাসিব।
বুধবার দেহেরগতি ইউনিয়নের দায়িত্বে থাকা (সমাজ সেবা অফিসার) রিটার্নিং অফিসার মাহামুল হাসিব দিনভর আচারণ বিধি মেনে চলার জন্য প্রার্থীদের ব্রিফ করেছেন।
এই দিন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মনোনয়ন দাখিল করেন দেহেরগতি ইউনিয়নের ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান প্রার্থী রকিবুল হাসান রনি খান, জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন স্বজল কাজী, মাধাবপাশা ইউনিয়নের জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান।
এছাড়া একই দিনে মনোনয়ন পত্র দাখিল করেন দেহেরগতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হাফিজুর রহমান খান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী নাসিম মুন্সি, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী সাবিরা ইসলাম বেবী, ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রার্থী রাহিমা বেগম,৭,৮,৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মঞ্জুয়ারা বেগম, মাধবপাশা ইউনিয়নের ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রার্থী সাফিয়া বেগম প্রমুখ।
Leave a Reply