সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় গোলাম মাহবুব মনোজ নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৪ মার্চ) বরিশালের জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম বিচারাধীন আদালত সাজার এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী হেদাতুন্নবী জাকির জানান, সাজাপ্রাপ্ত আসামি মনোজ বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার খান সড়কস্থ আব্দুর রব খানের ছেলে।
তাকে গতবছর ৬ অক্টোবর বরিশাল নগরীর সাগরদী বাজার সংলগ্ন মসজিদের পাশে ইসলামি ব্যাংকের এটিএম বুথের সামনে রাস্তা থেকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
তল্লাশি চালিয়ে তার কাছে থাকা শপিং ব্যাগের মধ্যে কসটেপ প্যাচানো মোড়ক করা ৭০ এম্পুল জি মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। এতে ওইদিনই তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম।
একমাস তদন্ত করে সত্যতা পেয়ে থানার এসআই রোজিনা বেগম গতবছর ১৫ নভেম্বর আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেন। রাষ্ট্রপক্ষ ৯ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে উপস্থিতিতে মনোজকে ওই সাজা দেয় আদালত। রায় শেষে তাকে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মামলাটি রাষ্ট্রপক্ষে আইনি লড়াই লড়েন অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর।
Leave a Reply