রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভুল চিকিৎসায় তৃতীয় শ্রেণি পড়ুয়া সাজিদ হোসেন (৯) নামের শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুল চিকিৎসায় সাজিদের মৃত্যুর পর হাসপাতালের মালিক, চিকিৎসক ও নার্স পালিয়ে গেছে।
শনিবার (১৪ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার বাওয়ারকুমারজানি রোডে দেওয়ান হাড়ভাঙ্গা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটেছে। ভুল চিকিৎসায় সাজিদের মৃত্যুর পর তার পরিবার ন্যায় বিচার চেয়েছেন। তবে একটি চক্র মূল ঘটনা আড়াল করার জন্য মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
শিশুপুত্র সাজিদের পিতার নাম মো. জুয়েল মিয়া। গ্রামের বাড়ি দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের সশিনারা গ্রামে। শিশুটির পিতা ও মামা লাল চান অভিযোগ করেন, গত ৩ মার্চ বাড়িতে খেলতে গিয়ে সাজিদের বাম হাত ভেঙ্গে যায়। ৪ মার্চ তাকে চিকিৎসার জন্য দেওয়ান হাড়ভাঙ্গা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। শুক্রবার (১২ মার্চ) চিকিৎসকগন তার অপারেশন করেন। চিকিৎসকের পরামর্শে শনিবার (১৩ মার্চ) সকালে হাসপাতালের নার্স পিংকি শিশুপুত্র সাজিদকে পর পর দুইটি ইনজেকশন পুশ করে। ইনজেকশন পুশ করার অল্প কিছুক্ষণ পরেই সে মৃত্যুর কোলে ঢলে পরে।
সাজিদের মৃত্যুর পর পরই হাসপাতালের চিকিৎসক, মালিক ও নার্স পালিয়ে যায়। আশপাশের শতশত লোকজন হাসপাতালে ভিড় জমায়।
এদিকে পুলিশ খবর পেয়ে সাজিদের লাশ থানায় নিয়ে যায়। মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, শিশুর লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি।
এ ব্যাপারে হাসপাতালের মালিক দেওয়ান মো. মোতালেব হোসেন ও নার্স পিংকির সঙ্গে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা হলে তারা পলাতক থাকায় কথা বলা সম্ভব হয়নি। তাদের সেলফোনও বন্ধ রয়েছে। তবে চিকিৎসক ডা. সেলাইমান ভুল চিকিৎসার কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, নার্সের ভুলের কারণে শিশুর মৃত্যু হয়েছে।
মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. মিয়াস উদ্দিন বলেন, হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শিশুর পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply