মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন
বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে শ্রান্তি ও বিনোদন ভাতা পাওয়ার ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অর্থবছরে বাউফল উপজেলার মোট ৪৬১ জন শিক্ষককে শ্রান্তি ও বিনোদন ভাতা দেয়া হয়েছে। সেক্ষেত্রে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ৩০০ টাকা হারে ঘুষ নেয়া হয়েছে। শিক্ষা অফিসের দালাল হিসেবে পরিচিত কয়েকজন শিক্ষক ওই ঘুষের টাকা আদায় করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, ঘুষের টাকা তোলার জন্য প্রত্যেক ইউনিয়নে একজন শিক্ষককে দায়িত্ব দেয়া হয়। ১৫টি ইউনিয়নের ৪৬১ জন শিক্ষকের কাছ থেকে মোট ১ লক্ষ ৩৮ হাজার ৩০০ টাকা তোলার পর আবুল বশার নামের এক শিক্ষকের কাছে জমা দেয়া হয়। আবুল বশার উত্তর পূর্ব মদনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
তবে আবুল বশার এ অভিযোগ অস্বীকার করে বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম বলেন, নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে এভাবে ঘুসের টাকা আদায়ের বিষয়টি শুনেছি। কিন্তু এ টাকা কোথায় গেল তা জানি না।
উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল হক বলেন, আমার অফিসের কেউ ঘুষ নেয়ার সঙ্গে জড়িত না। তবে ওই শিক্ষক অফিসের নামে যদি ঘুষ নেয় তাহলে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইণানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply