মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’ এ প্রতিপাদ্যে পটুয়াখালীতে পালিত হয়েছে বীমা দিবস। সোমবার (১ মার্চ) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, বীমা মানুষের সম্পত্তির ক্ষয়ক্ষতিতে নিরাপত্তা দেয় এবং তহবিল সৃষ্টিতেও সহযোগিতা করে। ধনী-দরিদ্র সবার জন্য বীমা খুবই গুরুত্বপূর্ণ। তিনি সমাজের সকল স্তরের মানুষকে বীমার সাথে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বীমা সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি। পরে বীমা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply