বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঐতিহ্যবাহী বরিশাল পাবলিক লাইব্রেরির জমি রক্ষা ও উন্নয়নের দাবিতে মানববন্ধনে করেছে বরিশাল জেলা উন্নয়ন পরিবেশ ও ঐতিহ্য সুরক্ষা কমিটি। বুধবার লাইব্রেরির সামনে তারা এ মানববন্ধন করে।
এ সময় বক্তব্য দেন পাবলিক লাইব্রেরির আজীবন সদস্য অধ্যাপক নজরুল হক নিলু, কাজী এনায়েত হোসেন শিবলু, অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, মিজানুর রহমান ফিরোজ, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, শিবানি চৌধুরী প্রমুখ। বক্তারা অবিলম্বে লাইব্রেরির জমি দখল বন্ধ করাসহ ৩০ হাজার বই রক্ষার দাবি জানান।
বরিশাল জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরেট স্কুল ও কলেজের জন্য পাবলিক লাইব্রেরির পেছনের জমিতে একটি ভবন নির্মাণের কাজ শুরু করলে ক্ষুব্ধ হয়ে বরিশাল জেলা উন্নয়ন পরিবেশ ও ঐতিহ্য সুরক্ষা কমিটি এই কর্মসূচি পালন করে।
Leave a Reply