মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
মির্জাগঞ্জ প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার নবগঠিত কমিটি নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপ পাল্টা-পাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার উপজেলার একই জায়গায় আনন্দ মিছিল ও আরেক গ্রুপের বিক্ষোভ মিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা শহর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো: খায়রুল আলম শাহীন সরদার ও সাধারণ সম্পাদক মো: ইমরান হাওলাদার তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে শুক্রবার বিকেল ৩টায় আনন্দ মিছিলের ঘোষণা দেন।
অপর দিকে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক পদবঞ্চিত মো: রাকিব মৃধা একই সময় ও একই জায়গায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সদরের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ বন্ধ করে দেয়। একই সাথে ওই এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মিছিল করার ঘোষণা দেয়ায় যেকোনো ধরনের সহিংসতা এড়াতে উপজেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply