রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সাতক্ষীরার দেবহাটায় ঘুমের মধ্যে গৃহবধূর কান কেটে নেয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা তার কান কেটে নিয়ে গেছে তা এখনও জানা যায়নি। আহত গৃহবধূকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে দেবহাটা থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শনিবার রাতে দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের আনারুল ইসলামের স্ত্রী মেহেরুন্নেছা রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। বাড়িতে আর কেউ না থাকার সুযোগে রাত সাড়ে ১০ টার দিকে কে বা কারা মেহেরুন্নেছার ডান সাইডের কান কেটে দিয়ে যায়। এ সময় মেহেরুন্নেছার চিৎকারে পাড়া পড়শিরা আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে নিয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে জানান, উক্ত ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply