তামাশার পৌর মেয়র কাউ‌ন্সিল বর্জন করলাম-‌ফি‌রোজ সিকদার Latest Update News of Bangladesh

বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ডোনাল্ড ট্রাম্পই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট! ভবিষ্যদ্বাণী বাংলাদেশী জ্যোতিষীর সংবিধান সংস্কার সম্পর্কে যে পরামর্শ দিলেন ড. কামাল হোসেন কলাপাড়ায় গভীর রাতে অগ্নিকান্ড, দুটি দোকান পুড়ে ছাই গণভবনকে জাদুঘরে রূপান্তরের কমিটি গঠন, থাকছেন যারা নিষেধাজ্ঞার ২০ দিনে বরিশালে ১৭৩৬১ কেজি ইলিশ জব্দ রাজনীতির অস্থিরতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্যের ছড়াছড়ি যুব দিবসে ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলো ইয়াস হলফনামায় জমির দাবি থেকে পিছু হটলেন সাবেক ত্রান প্রতিমন্ত্রীর স্ত্রী সাইবার আক্রমণে ব্যাংকে উদ্বেগ বাড়ছে: সুরক্ষা পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের আগামী দুই বছরে ৫ লাখ কর্মসংস্থানের প্রতিশ্রুতি: উপদেষ্টা আসিফ মাহমুদ




তামাশার পৌর মেয়র কাউ‌ন্সিল বর্জন করলাম-‌ফি‌রোজ সিকদার

তামাশার পৌর মেয়র কাউ‌ন্সিল বর্জন করলাম-‌ফি‌রোজ সিকদার

তামাশার পৌর মেয়র কাউ‌ন্সিল বর্জন করলাম-‌ফি‌রোজ সিকদার




তান‌জিল জামান জয়, কলাপাড়া প্রতি‌নি‌ধি।। কলাপাড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে পৌর আওয়ামী লীগের স্বজনপ্রীতির মাধ্যমে সদ্য গঠন করা পকেট কমিটির সদস্যদের নিয়ে সাজানো কাউন্সিল ভোটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পৌর মেয়র প্রার্থী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ সিকদার। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়।

 

 

আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে পৌর এলাকার বাহিরের বিভিন্ন ইউনিয়নের সদস্যদের নিয়ে একটি পকেট কমিটি করা হয়। তিনি এ কমিটির বিরুদ্ধে

 

 

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী সংগঠন। অথচ কিছু কিছু নেতাদের অগঠনতান্ত্রিক, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির কারনে সংগঠনটিতে আজ কালিমা লিপ্ত হতে চলেছে। ২০১৯ সালের ২৩ নভেম্বর কলাপাড়া পৌর আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে বিপুল চন্দ্র হাওলাদার ও দিদার উদ্দিন আহম্মেদ মাসুমকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দেয়া হয়।

 

এরমধ্যে কলাপাড়া পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে দলীয় কাউন্সিল অনুষ্ঠান উপলক্ষে আমরা সেই পূর্ণাঙ্গ কমিটি দেখতে পাই। সে কমিটিতে দেখা যায়, শওকত হোসেন তপন বিশ্বাস বর্তমান লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও লালুয়ার ভোটার থাকা স্বত্বেও তাকে কার্যনির্বাহী কমিটির ১০ নং সদস্য করা হয়েছে। যা কিনা সম্পূর্ন সংগঠনের আইনের পরিপন্থি একটি বিষয়।

 

এছাড়াও, সভাপতির ছোট ভাই হীরা হাওলাদার স্বপন উপজেলা শ্রমিক লীগের সভাপতি থাকলেও কাউন্সিলে ভোট পাওয়ার আশায় ১৪ নং সদস্য করা হয়েছে। এভাবে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এ্যাড. আঃ রব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাবু আনন্দ চন্দ্র সুকুল, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক নবাব আলী সাউগার, সহ-দফতর সম্পাদক সুমন বালা, কার্যনির্বাহী কমিটির ৩৩ নং সদস্য হান্নান হাওলাদার, ৩৫ নং সদস্য মোঃ নিজাম মিয়া, ৩৬ নং সদস্য মোঃ ফয়সাল মিয়া ও ৩৭ নং সদস্য মোঃ দেলোয়ার হোসেন বিভিন্ন ইউনিয়নের স্থায়ীবাসিন্দা ও ভোটার থাকা স্বত্বেও নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য স্বজনপ্রীতির মাধ্যমে সাজানো একটি কমিটি করা হয়।

 

এতে পৌরসভার ত্যাগী ও বঞ্চিত নেতারা উপেক্ষিত হন। এই কমিটিতে পৌর আওয়ামীলীগের ত্যাগী নেতাদের প্রতিফলন ঘটে নাই। ফলে, বঞ্চিত নেতা কর্মীরা ১৩ অক্টোবর ২০২০ একটি সংবাদ সম্মেলন করেন। যাহা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হইলে, উপজেলা ও জেলা আওয়ামী লীগের নীতিনির্ধারকরা বঞ্চিত নেতা কর্মীদের কমিটিতে অন্তর্ভূক্ত করার আশ্বাস দেন।

 

তিনি আরোও বলেন, বিগত দিনে পৌর আওয়ামী লীগের দুইটি কমিটিতে আমার নাম থাকলেও এই কমিটিতে আমি সদস্য পদও পাই নাই। তারপরও দলীয় বিধানের কারনে মেয়র নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম পূরণ করেছিলাম, কিন্তু স্বজন প্রীতির মাধ্যমে তৈরিকৃত কমিটি কালো টাকার বিনিময়ে ভোটার প্রভাবিত করায় কাউন্সিলে সুবিচার পাব না বলেই আমি মেয়র প্রার্থী হিসাবে কাউন্সিলে তামাশার ভোট বর্জন করি। তবে, তিনি এখনও আওয়ামী লীগের কেন্দ্রিয় নীতিনির্ধারকদের সচেতনতা ও সু-বিচারের অপেক্ষায় রয়েছেন। যদি কলাপাড়ার তৃনমূলের নেতা-কর্মীদের চাহিদার কথা বিবেচনা করে কেন্দ্রীয় নেতারা তাকে নৌকার প্রার্থী হিসাবে নির্বাচিত করেন তাহলে নৌকার বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

 

সংবাদ সম্মেলনে মোঃ ফিরোজ সিকদারের সাথে আরোও উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর আ.লীগের সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক এ.বি.এম খালেক, সাবেক পৌর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশ্রাফ আলী, সাবেক পৌর সদস্য হাজী মো. নাসির উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ সালাম বিশ্বাস, সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগের কলাপাড়া উপজেলা দপ্তর সম্পাদক মোঃ জসিম গাজী প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD