বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে অবিরাম বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলমান রয়েছে। ফলে ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অফিসে কমর্রত অধিকাংশ কর্মজীবী মানুষ তাদের কর্মস্থলে যেতে পারেনি। বৈরি আবহাওয়ার প্রভাবে চলমান বৃষ্টিপাত পটুয়াখালীতে রেকর্ড করা হয়েছে ১২০ মিলিমিটার।
এদিকে অবিরাম বর্ষণের প্রভাবে পটুয়াখালী সদরসহ বিভিন্ন উপজেলায় জোয়ারের পানি প্রবেশ করতে শুরু করেছে। পটুয়াখালী সদরের অধিকাংশ প্রধান সড়ক হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। সকাল থেকে যানবাহন চলাচল কম লক্ষ্য করা গেছে শহরের বিভিন্ন স্থানে। উপকূলীয় অঞ্চল কুয়াকাটায় ঝড়োহাওয়ার প্রভাবে বন্ধ রয়েছে সমুদ্র সৈকতে প্রবেশ। এছাড়া বিভিন্ন উপজেলার নিম্মাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
পটুয়াখালী আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে জানা যায়, ২-৩ দিন এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে সাগর উত্তাল থাকবে বেশ কিছুদিন। জেলা প্রশাসন থেকে যে কোনো দুর্যোগে সতর্কীকরণসহ দুযোর্গ পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
Leave a Reply