বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা একসেলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি ) প্রজেক্ট বাস্তবায়ন করছে সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স (সিএসইএস) ।
প্রজেক্ট এর কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৮ই অক্টোবর রোজ রবিবার কলাপাড়া উপজেলার ৫টি ইউনিয়নের মোট ২৫ টি এতিম এবং প্রতিবন্ধী শিশুর প্রত্যেককে জীবিকা ভিত্তিক সহায়তা হিসেবে ১০টি করে হাঁস এবং একটি হাঁস পালনের ঘর প্রদান করা হয়। ইউনিয়ন গুলো হলো,
টিয়াখালী,চাকামইয়া,নীলগঞ্জ,মহিপুর,লতাচাপলী। হাাঁস বিতরনের মাধ্যমে অসহায় এবং দরিদ্র এতিম,প্রতিবন্ধী শিশুদের জীবনযাত্রার মান উন্নয়নই এই কার্যক্রমের উদ্দেশ্য ।
উক্ত বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন তাসলিমা আখতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কলাপাড়া এবং শাহিনা পারভীন সীমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, কলাপাড়া উপজেলা, সুবির কুমার সাহা, সিআরএফ, এপিসি প্রকল্প, আল নাহিয়ান, উপজেলা ম্যানেজার, মোঃ সাইফুর রহমান, সোস্যাল ওয়ার্কার, সিএমইএস। প্রকল্পটি আর্থিক ও কারিগরি সহযোগিতা করে ইউনিসেফ, বাংলাদেশ।
Leave a Reply