বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীর ধুলাসার মোহনার দুই নং বয়া এলাকায় মাছ ধরা ট্রলারে বজ্রপাতে সবুজ হাওলাদার(৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
এ সময় ট্রলারে থাকা জেলে আফজাল হোসেন ও শহিদুল আহত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে ঝড়ো বৃষ্টির মধ্যে সাগরে ফেলা ইলিশের জাল উত্তোলনকালে আকস্মিক বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটেছে। বজ্রপাতে আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রলার মালিক বেল্লাল হোসেন জানান, সোমবার সন্ধায় সাত জেলে নিয়ে ট্রলারটি মাছ শিকারে যায়। আজ ভোর রাতে জাল উত্তোলনের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই জেলে সবুজ মারা যায়। এ সময় ট্রলারের অপর ছয় জেলে আহত হলেও গুরুতর আহত আফজাল ও শহিদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সবুজ কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের তৈয়ব হাওলাদারের ছেলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বজ্রপাতে এক জেলের নিহত হওয়ার খবর পেয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে। এ ব্যাপারে আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।
Leave a Reply