বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন
রাঙ্গাবালী প্রতিনিধি॥ জীবনের নিরাপত্তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস বুক লাইভে আসেন সদ্য বিবাহিত শোভন ফারিয়া দম্পতি। রোববার দুপুর ১১টায় শোভন নামের ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে তিনি যা বলেন, পাঠকের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো :
আমি ফারিয়া গত এক মাস আগে আমার একটা বিয়ে হয় বাবা মার ইচ্ছায়। এখানে আমার কোনো ইচ্ছে ছিলো না। আমার ইচ্ছার বিরুদ্ধে বিবাহটা হয়। তারপরেও ওই ছেলের সাথে থাকতে চাইতে ছিলাম না। এই ব্যাপারটা নিয়া সবাইকে বলছি কেউ রাজি ছিলো না আমার ফ্যামিলির। তাই আমি ওই ছেলেকে ডিভোর্স দিয়ে চইল্লা (চলে) আসছি আমার স্ব ইচ্ছায় আসছি আমার পছন্দ মতো। বিবাহ করছি আমার নিজ ইচ্ছায়। কিন্তু এখন আমাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। যেমন মামলা থেকে শুরু করে মৃত্যু’র হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে আমাকে।
উল্লেখ্য, উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামের মো: বাহাদুর মুফতির ছেলে রুহুল আমিন রুবেলের সাথে গত ১২ জুলাই ২০২০ আনুষ্ঠানিকভাবে পাঁচ লাখ টাকা দেনমোহর ধার্য করে উপজেলার সাজির হাওলা গ্রামের মো: দুধা খাঁ’র মেয়ে মোসা: ফারিয়ার বিবাহ সম্পূর্ণ হয়। ওই বিবাহে মেয়ের সম্মতি না থাকায় চলতি মাসের ২৭ আগস্ট বিজ্ঞ নোটারি পাবলিকের কার্যালয় ঢাকা, বাংলাদেশের মাধ্যমে স্ত্রী কর্তৃক স্বামিকে তালাক দেয়া হয়। এবং তার (ফারিয়া) নিজ ইচ্ছায় উপজেলার পশ্চিম নেতা গ্রামের মৃত আ: শুকুর হাওলাদারের ছেলে মো: শোভনের সাথে গত ২৭ আগস্ট ২ লাখ টাকা দেনমোহর ধার্য করে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট/নোটারি পাবলিক আদালত, বরিশালে বিবাহ সম্পূর্ণ হয়। এখন তারা আইন অনুযায়ী স্বামী-স্ত্রী। তাদের বিভিন্ন মহল থেকে ফেসবুক ম্যসেঞ্জারসহ নানা ভাবে মামলা ও মেরে ফেলার হুমকি দেয় বলে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে সকলের সাহায্য ও নিরাপত্তা চেয়েছেন।
Leave a Reply