বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া প্রতিনিধি ।। একটি মানবিক আবেদন; মামুন কে বাঁচাতে এগিয়ে আসুন, প্রতিটি মানুষই রোগের যথাযথ চিকিৎসা নেয়ার জন্য প্রয়োজনীয় সব কিছুই করে থাকেন। জমি জমা বিক্রি করে কিংবা ঋণ করেও চিকিৎসা নেন মানুষ। কিন্তু যার জমি জমা কিংবা ঋণ করার কেউ নেই সে কী করবে? সমাজের দিকে চেয়ে থাকা ছাড়া তার কোনো উপায় নেই।
ফুসফুস ক্যান্সার ও বুকের ভিতর টিউমার রোগে আক্রান্ত মোঃ মামুন গাজীও বাঁচতে চায়। তার সহায় সম্ভব বলতে একখানা ঘরই আছে। জমি জমা কিংবা অর্থ উপার্জনের মতো কোনো অবলম্বনই নেই। সে তাকিয়ে আছে সমাজের বিত্তবানদের দিকে।
রমজানে বহু মানুষ দান করেন। আবার যাকাতের পয়সাও বিলান জনে জনে। তাদের দিকে তাকিয়ে আছে মামুন। কিছু পয়সা হলেই সে বেঁচে যায়। করতে পারে চিকিৎসা। টানা দুই বছর চিকিৎসা নিতে হবে তাকে। ডাক্তার এমনটাই বলেছেন।
মামুন গাজীর বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার কামারপট্টি এলাকায় ২ নং ওয়ার্ড। মামুন গাজীর বাবা বৃদ্ধ মোঃ নান্নু গাজী। নিতান্তই গরিব পরিবার । মামুন কাজ করতো রং মিস্ত্রির।
বর্তমানে প্রতিমাসে ৫০ হাজার টাকা খরচ হয় মামুনের। কয়েক মাস ধরে এ চিকিৎসা চলছে। চালাতে হবে আরও দীর্ঘ দিন। এলাকার লোকজনই এতদিন টাকা পয়সা দিয়ে চিকিৎসা করিয়েছেন। এখন সমাজের কাছে হাত পাতা ছাড়া তার আর কোনো উপায় নেই।
মামুনকে বাঁচানোর মালিক আল্লাহ। আমরা তার জন্য শুধু চেষ্টাই করতে পারি। একটা মানুষ এ যুগে অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাবে সেটা মেনে নেয়া কঠিন।
তাই আসুন, একটু চেষ্টা করি, মামুনকে বাঁচানো যায় কিনা।
ওর সঙ্গে যোগাযোগ ও আলাপ : 01626280677
“আর তাদের (ধনীদের) সম্পদে অবশ্যই দরিদ্র ও অসহায় মানুষের অধিকার রয়েছে” {আল যারিয়াত -১৯}
Leave a Reply