সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন
চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে মেঘনার ভাঙনে মাটিচাপা পড়ে নিখোঁজ জসিম উদ্দিনের (৪০) ২০ ঘণ্টা পরও সন্ধান মেলেনি। আজ শনিবার দীর্ঘক্ষণ চেষ্টার পর তাকে না পেয়ে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছেন ডুবুরিদল।
গতকাল শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় বেতুয়া মৎস্যঘাট ও স্লুইস ঘাটের মাঝামাঝি নদীপারের মাটিচাপায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার আসলামপুর আয়েশা গ্রামের মো. জসিম উদ্দিন ঝাকিজাল দিয়ে নদীতে মাছ ধরতে যান।
সকাল সাড়ে ১০টার দিকে নদীতে জাল মেরে টান দেওয়ার পূর্বমুহূর্তেই ভাঙনের মাটিচাপায় পড়ে নদীতে তলিয়ে যান তিনি। সংবাদ শুনে শত শত উৎসুখ জনতা নদীর পারে ভিড় জমায়।
চরফ্যাশন ফায়ার স্টেশন অফিসার ঈমাম হোসেন বলেন, নিখোঁজের সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা করি। না পেয়ে বরিশাল থেকে ফায়ার স্টেশন অফিসার সারাফাতের নেতৃত্বে ডুবুরিদল প্রায় ৪-৫ ঘণ্টা খোঁজাখুঁজি করে না পেয়ে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেন।
বেতুয়া ঘাট মৎস্য ব্যবসায়ী জসিম হাওলাদার কালের কণ্ঠকে বলেন, জসিমের পিতা মহাসিন ব্যাপারী ছেলে নিখোঁজের সংবাদে বেহুঁশ। এদিকে জসিমের স্ত্রী স্বামীর সন্ধান না পেয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। নিখোঁজ জসিমের দুটি ছেলেসন্তান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
Leave a Reply