বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পাবনার চাটমোহর উপজেলায় সরকারি গাছ কাটার অভিযোগে দায়েরকৃত মামলায় কলেজের গর্ভনিং বডির ৭ জন সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার অভিযান চালিয়ে হরিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির ৭ সদস্য হলেন- আতিকুল ইসলাম, শাহ-জালাল উদ্দিন, মোশারফ হোসেন, আজাদ হোসেন, প্রণবী রানী, সিরাজুল ইসলাম ও গোলজার হোসেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার এজাহার দায়েরের পর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ইতিমধ্যে মামলার ৭ আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মামলার প্রধান আসামি হরিপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি মকবুল হোসেন ও কলেজ অধ্যক্ষ সরদার মোহম্মদ আলী হায়দার পলাতক রয়েছেন।
উল্লেখ, সোমবার (১৩ জুলাই) হরিপুর দুর্গাদাস স্কুল এন্ড কলেজের ১৪ টি গাছ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাটা হয়। স্থানীয়রা এর প্রতিবাদ জানালেও কলেজ কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেননি। পরে বিষয়টি চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হানকে জানালে তিনি গাছ কাটা বন্ধ করে দেন।
এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হরিপুর ইউনিয়নের উপ- সহকারি ভূমি কর্মকর্তা বিপুল কুমার জোয়ার্দার বাদি হয়ে হরিপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান স্কুল ও কলেজ গর্ভনিং বডির সভাপতি মকবুল হোসেন ও কলেজ অধ্যক্ষ সরদার মোহম্মদ আলী হায়দারসহ ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
Leave a Reply