শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জয়পুরহাটে কিস্তির টাকা না পেয়ে এক গ্রাহককে বেদম মারধর করে আহত করার অভিযোগ উঠেছে এক শোরুম কর্মকর্তার বিরুদ্ধে। শুক্রবার রাতে (৩ জুলাই) এ ঘটনায় আহত ওই ব্যক্তিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) এ ব্যাপারে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মীর মুবিনুল হক জানান, কামরুজ্জামানের ডান চোখ ও কানসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত। খুব শিগগিরই তাকে ছেড়ে দেয়া হবে। জানা গেছে, দুই বছর আগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য কামরুজ্জামান জুয়েল (৫৩) তার বন্ধুর মাধ্যমে নওগাঁর নজিপুর উপজেলা শহরের একটি শোরুম থেকে ১২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি ট্রাক্টর ক্রয় করেন। ইতোমধ্যেই ৬ লাখ টাকা পরিশোধ করা হলেও হঠাৎ করেই করোনা পরিস্থিতিতে ৩ লাখ ৪২ হাজার টাকার কিস্তি বকেয়া পড়ে।
এ অবস্থায় ডোমার উপজেলা থেকে হালচাষ করা ট্রাক্টরটি শো-রুমের লোকজন জব্দ করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নিয়ে এসে কামরুজ্জামানকে খবর দেন।
পরে তিনি দেড় লাখ টাকা নিয়ে পাঁচবিবিতে গেলে সেখানে অবস্থান করা শো-রুমের কর্মকর্তা আব্দুল গোফফার ও মকিমের নেতৃত্বে ৫ থেকে ৬ জন ব্যক্তি সব টাকা নিয়ে কামরুজ্জামানকে বেধড়ক মারপিট করে রাস্তায় ফেলে দিয়ে যায়।
সেই সাথে ট্রাক্টরটিও নিয়ে যায় তারা। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেছেন। করোনা পরিস্থিতির এ কঠিন সময়েও কিস্তির সমুদয় টাকা না পেয়ে অমানবিক এ কর্মকাণ্ডের বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার পরিজন। তবে এ বিষয়ে অভিযুক্ত শো-রুম কর্মকর্তার সাথে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply