বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লিবিয়ায় মানব পাচার চক্রের আরো এক সদস্য রবিউল মিয়া রবিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেরার নূরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিউল রাজৈর উপজেলার নুরপুর এলাকার রতন মিয়ার ছেলে।
মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সক্রিয় সদস্য রবিউল মিয়াকে রাজৈরের নূরপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
রবিউল লিবিয়া ও ইতালিতে মোটা অংকের বেতনের চাকরিসহ বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে মানব পাচার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মানব পাচার চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
রবিউল মিয়া অবৈধভাবে লিবিয়ায় বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে মানব পাচার করে আসছে। তিনি যুবককে টার্গেট করা থেকে শুরু করে তাদের পরিবারকে প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহের কাজ করতেন। লিবিয়ায় অবস্থানরত তার ছেলে সজীবের সঙ্গে যোগসাজশে অবৈধ পন্থায় লিবিয়ায় মানব পাচার করত। রবিউলের মাধ্যমে বাংলাদেশে যাবতীয় আর্থিক লেনদেন ও লোক সংগ্রহের কাজ সম্পাদন করে তার ছেলে।
মোহাম্মদ তাজুল ইসলাম আরো জানান, আসামির বিরুদ্ধে ডিএমপির পল্টন মডেল থানা ও বনানী থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রয়েছে। রবিউলকে ঢাকার পল্টন মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
লিবিয়ায় হত্যার ঘটনায় মাদারীপুরের ১১ জন যুবক প্রাণ হারায় এবং চারজন গুরুতর আহত হয়। মাদারীপুরের নিহতদের পরিবারের সদস্যরা রাজৈর ও মাদারীপুর সদর মডেল থানায় পৃথক ৮টি মামলা দায়ের করেন।
Leave a Reply