রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তের গুলিতে আব্দুল সাত্তার মাদবর (৪৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাত্তারের ভাই ইব্রাহিম মাতবর জানান, তাদের বাসা রূপনগর ১০/১ নম্বর রোডে। সন্ধ্যায় বাসার সামনে হাঁটছিলেন তার ভাই আব্দুস সাত্তার। হঠাৎ তিনজন লোক তার ভাইকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। স্বজনরা জানান, সাত্তার ঝুট ব্যবসায়ী। কারা তাকে গুলি ছোড়ে আহত করেছে তা জানাতে পারছেন না তারা। এলাকায় কারও সাথে সাত্তারের শত্রুতা আছে বলে তাদের জানা নেই।
রূপনগর থানার ওসি (তদন্ত) আবুল বাশার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর বাসার সামনে কারা তাকে গুলি করেছে এখনো জানা যায়নি। আহত আব্দুস সাত্তারের কোমরের ডান পাশে ও পিঠে গুলি লেগেছে। তিনি একটু সুস্থ হলেই তার কাছ থেকে জানতে পারব কে বা কারা তাকে গুলি করেছে।
Leave a Reply