মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
গত ২ মে কয়েকটি অনলাইন পত্রিকায় ‘ গৌরনদীতে জেলেদের চাল চেয়ারম্যানের পেটে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদে ইউপি সদস্য বজলুর রশিদের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে জেলেদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত বিনামূল্যে খাদ্য সহায়তার (বিশেষ ভিজিএফ) পুরো চাল করোনা সংকটের মুহুর্তেও আত্মসাত করেছেন ইউপি চেয়ারম্যান।
পরবর্তীতে নিজের অপকর্ম ঢাকতে ওই চেয়ারম্যান চালের পরিবর্তে তালিকাভূক্ত কয়েকজন কার্ডধারীর মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন।
মূলত ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মৎস কর্মকর্তার তত্বাবাধনে একজন ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়েছে, যেখানে অনিয়মের কোনা সুযোগ নেই। একসাথে বজলুর রহমানের বরাতে যে তথ্য প্রকাশ হয়েছে সেখানে তিনি এমন কোন কথা কাউকে বলেনি বলেও জানিয়েছেন। তিনি আরও জানিছেন চাল বিতরনে একটু বিলম্ব হওয়ায় নিজ তহবিল থেকে টাকা দিয়ে সহযোগিতা করা হয়েছে। তবে চেয়াম্যান অাক্ষেপের সাথে জানিয়েছেন,
একটি কুচক্রী মহল এই মহামারীর মধ্যেও মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার লক্ষ্যে ও আমাকে হেয় প্রতিপন্ন করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন। আমি উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক
শাজাহান প্যাদা
চেয়ারম্যান, বার্থী ইউনিয়ন, গৌরনদী উপজেলা,বরিশাল।
Leave a Reply