মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত ও বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার উলানিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে ঘটেছে।
স্থানীয় ও আহত সুত্রে জানায় আনুমানিক ১৫ দিন আগে বাদমতলী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র শাওন এর একটি বাই সাইকেল প্রতিবেশী পারবেজ জোর পুর্বক ভাবে প্রতি দিন নিয়ে চালায় এ নিয়ে শাওনের চাচাতো ভাই শাকিবুল ইসলাম শুভ পারবেজকে সাইকেল চালাতে নিষেধ করায় প্রথমে তর্ক বির্তকের ঘটনা ঘটে।
সেই ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে শুভ নামাজ পড়ে বাড়ী যাওয়ার সময় রহিম কাজির পুত্র রাজিব কাজি,পারবেজ, রাজিব হাং, রাশেদ, মাইদুল,শরিফ, ইমরান সহ ২৫/৩০ জনে মিলে দেশীয় অস্ত্রসস্রে সজ্জিত হয়ে শাকিবুল ইসলাম শুভর উপর সন্ত্রাসী হামলা চালায়, এক পর্যায় শুভ দৌড়ে পালিয়ে গেলে তারা সংঘবদ্ধ হয়ে শুভ’র বাড়ি ঘর ভাংচুর করে।
এ সময় বাধা দিতে গিয়ে তাদের হামলায় আহত হন একই পরিবারের মোঃ সাদেক হাং (৫৫),সেলিনা বেগম (৪৫), সোহাজুল ইসলাম (১৮)ও আবুল খায়ের লিটন। অপর দিকে প্রতিপক্ষ গ্রুপের সেলিনা বেগম ও পারবেজ নামের দুইজন আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ ঘটনায় উভয় পক্ষ মেহেন্দিগঞ্জ থানায় পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করেন। আহত শাকিবুল ইসলাম শুভর মা জানান মারামারির পর থেকে তাদেরকে বিভিন্ন রকমের হুমকি দামকি দিচ্ছে পারবেজ ও রাজিব কাজিরা, যার ফলে আতংকের মধ্যে দিন পার করছেন তার পরিবার। এমনকি তাদের বয়ে শুভ বাড়ী যেতে পারছেন না,তাই প্রশাসনের দৃষ্টি কামনা করছেন তারা।
এ বিষয় মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবিদুর রহমান অভিযোগ দায়েরের সততা স্বীকার করে বলেন ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply