মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চরআবদানীতে ত্রাণ ভাগাভাগি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনা স্থান পরিদর্শন করেছেন কাউনিয়া থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া থানার এস আই জিহাদ মৃধা। আহত পরিবার ভয়েস অব বরিশালকে জানান, বুধবার (২৯ এপ্রিল) সন্ধা সাড়ে ছয়টার দিকে ওয়ার্ড আওমীলীগের সভাপতি ইব্রাহিমকে না জানিয়ে ত্রান বিতরন কমিটি গঠন করেন ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক সোহেল খান। না জানিয়ে ত্রান বিতরন কমিটি গঠনের বিষয়টি সভাপতি ইব্রাহিম জানতে চাইলে তাকে মারধর করে দেশিও অস্ত্র দিয়ে মাথায় আঘত করেন সোহেল’র সন্ত্রাসী বাহিনী।
এদিকে ইব্রাহিমের ডাকচিৎকার শুনে হামলাকরী সোহেল খানসহ ৩/৫ জন সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ইব্রাহিমকে উদ্ধার করে বরিশাল শেরইবাংলা মেডিকেলে ভর্তি করেন ।
আহত পরিবার আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে ঘরবন্ধি ও অসহায় মানুষদের মাঝে বিভিন্ন সংগঠন ও পানিসম্পাদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ঘরে ঘরে পৌ’ছে দেয়া হচ্ছে খাদ্রসামগ্রী। অসহায় ,দুস্থ ও ঘরবন্ধি মানুষের মাঝে সঠিক ভাবে খাদ্যসামগ্রী না পৌ’ছনোর কারনে ইউনিয়ন চেয়ারম্যান মাহাতব হোসেন সুরুজ ওয়ার্ড সভাপতি ইব্রাহিমকে ত্রান বিতরন কমিটি করতে বলেন। ওয়ার্ড সভাপতিকে না জানিয়ে সাধারণ সম্পাদক সোহেল খান নিজ পছন্দের মত কমিটি গঠন করেন।
এদিকে সভাপতি ইব্রাহিম কমিটির বিষয়টি খোলাসা করে ইউনিয়ন চেয়ারম্যান মাহাতব হোসেন সুরুজ মোল্লাকে বলেন। এ সময় ইউনিয়ন চেয়ারম্যান আগের ত্রান বিতরন কমিটির নাম বাদ দিয়ে পুনরায় নতুন করে কমিটি গঠনের নির্দেশদেন ওয়ার্ড সভাপতি ইব্রাহিমকে।
এতে ক্ষিপ্ত হয়ে সভাপতি ইব্রাহিমকে হালিম গাজি , যুবদল নেতা সেলিম , ড্রেজার ব্যাবসায়ি পন্থু , সিদ্দিক , আরাফাতসহ ৩/৫জন সন্ত্রাসীরা হামলা চালায়।
এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত পরিবার । ওয়ার্ড সভাপতি ইব্রাহিমকে মারধর বিষয়টি জানতে চাইলে ইউনিয়ন চেয়ারম্যান মাহাতব হোসেন সুরুজ মোল্লা বলেন, ঘটনা আমি শুনেছি ,ইব্রাহিম সুস্থ হলে বিষয়টি দেখাব।
অপরদিকে এক সময়ের যুবদল নেতা সোহেল খান হঠাৎ করে আ’লীগের ঘরে প্রবেশ করে। পাশাপাশি বরিশাল নগর আ’লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর তোসামদি করে আস্তা অর্জনের কৌশল নিতে থাকেন বিএনপি পন্থী সোহেল।
ফেল না করে পাস হয়ে বিএনপি পন্থী সোহেল আ’লীগের ঘরে প্রবেশ করে। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আস্তা ভাজন পরিচয়ে দিয়ে থাকেন সাধারন মানুষের কাছে।
যদিও অপর এক সুত্র বলছে,ক্ষমতাশীন দলে অনুপ্রবেশ কারীদের ছাটাইয়ের কথা। যুবদলের এই নেতা ওয়ার্ড সাধারন সম্পাদক সোহেল খান আ’লীগে কি ভাবে প্রবেশ করলেন তাও আচঁ করতে পারেনি দলটির নেতাকর্মীরা। ক্ষমতাশীন দলের ত্রান নিতে ভাগ বসিয়েছেন ওই নেতা। যুবদল করা ওই নেতার রয়েছে একটি বাহিনী যারা ব্যাস্ত থাকেন ক্ষতাশীন দলের বদনাম করার লক্ষে। অবশ্য ক্ষমতাশীন দলের কোনো এক নেতার আর্শিবাদে যুবদল থেকে হয়ে গেলেন ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক।
Leave a Reply