মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের মেহেন্দিগঞ্জে লিমা আক্তার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার (২৯ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
মৃত লিমা আক্তার মেহেন্দিগঞ্জ থানাধীন খরকি এলাকার আলমগীর হোসেন খানের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাতে খাওয়া শেষে লিমা ঘুমাতে যায়। ভোর রাতে সেহেরি খাওয়ার জন্য লিমার মা ডাকতে গিয়ে দেখেন রুমের দরজা ভেতর থেকে বন্ধ।
ডাকাডাকি করে কোনো সারাশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে রুমের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লিমাকে দেখতে পায় স্বজনরা। পরে থানা পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ এসে লিমার মরদেহ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক জানান, পরপর দু’বার এইচএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় লিমা বিষন্নতায় ভুগছিলেন। এ বিষন্নতা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।
Leave a Reply