মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মাসকাটা নদীতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল আটটার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানিয়েছেন, সকালে জাঙ্গালিয়া ইউনিয়নের মাসকাটা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে ওঠে। স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানায়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি নেন।
পুলিশ জানায়, অজ্ঞাতনামা ওই লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে গত ২০ এপ্রিল সন্ধ্যায় বজ্রপাতের কবলে পড়ে ট্রলার থেকে নিখোঁজ জেলের লাশ হতে পারে। তার পরেও লাশের পরিচয় সনাক্তকরণ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি।
Leave a Reply