শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালে খাদ্যবান্ধব কর্মসূচির তিন বস্তা চালসহ আবুল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। শনিবার বিকেল চারটার পরে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের মৌলভিরহাট এলাকায় এই ঘটনা ঘটে।
পরে বন্দর থানায় খবর দিয়ে আটককৃত ব্যক্তিকে চালসহ পুলিশের হাতে তুলে দেয়া হয়। তাকে মোবাইল কোর্টের মাধ্যমে বিচার করা হবে বলে জানিয়েছে থানা পুলিশ।
এদিকে চালসহ আটক হওয়া আবুল হোসেন জানিয়েছেন, ‘তিনি ১০ টাকা কেজি মূল্যের ওই তিন বস্তা (৯০ কেজি) চাল চাঁদপুরা ইউনিয়নের শারুখালী এলাকার ওএমএস ডিলার শাহীন মুন্সির কাছ থেকে কিনেছেন।
মৌলভিরহাট থেকে তিন বস্তা চাল কিনে ভ্যানগাড়ি যোগে হিজলতলা এলাকায় নিজ বাড়িতে নিয়ে যাবার সময় স্থানীয়রা জসিম মোল্লা নামের ব্যক্তি তার পথরোধ করে এবং পরে পুলিশকে খবর দেয়।
Leave a Reply