রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার সর্ববৃহত্তম টরকী বন্দর সংলগ্নে উপজেলার প্রথম করোনা ভাইরাসের রোগী সনাক্ত হওয়ায় বন্দরে জন সমাগম কমাতে বৃহস্পতিবার সকাল থেকে পার্শ্ববতর্ী টরকী বন্দর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে অস্থায়ী বাজার গড়ে উঠেছে।
বন্দর ব্যবস্থাপণা কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন জানান, করোনা ভাইরাসের কারনে দক্ষিণাঞ্চেলের সর্ববৃহত্তম বন্দরের কাঁচা বাজার, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান স্থান্তর করা হয়েছে। একেকটি দোকানে একজনের বেশি বিক্রেতা ও ক্রেতা যাতে ভীর করতে না পেরে সেজন্য সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নিদের্শ দেয়া হয়েছে
Leave a Reply