রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাস আতঙ্কে সারাদেশের ন্যায় থমকে গেছে গোটা বরিশাল জেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে ঘরে থাকার আহবান করেছেন। তারই ধারাবাহিকতায় নিন্ম আয়ের খেটে খাওয়া দিনমজুর পরিবারগুলোর জীবন যাপনের কথা বিবেচনা করে এগিয়ে এসেছেন বরিশাল বিএম কলেজ ভিপি আলহাজ্ব মঈন তুষার। বরিশালে প্রয়াত মেয়র শওকত হোসেন হিরন’র নামে নিজ অর্থায়নে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা হতদরিদ্র কর্মহীন শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন মঈন তুষার। আজ বুধবার (১৫ এপ্রিল ) বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডের ৫০০ অসহায় গৃহহীন, দিনমজুর অভুক্তদের মাঝে ৪ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, আধা কেজি লবন ও আধা লিটার তেল বিতরণ করা হয়।
সরকারের নির্দেশনা মেনে গণজমায়েত না করে সামাজিক দুরত্ব বজায় রেখে বুধবার রাতভর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীদের নিয়ে বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গিয়ে অসহায় অভুক্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন।
বরিশাল বিএম কলেজের ভিপি আলহাজ্ব মঈন তুষার ভয়েস অব বরিশালকে জানান, প্রানঘাতী করোনা ভাইরাস রোধে বাংলার মানুষকে রক্ষায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রীর এ পদক্ষেপ বাস্তবায়নে প্রানপণ চেষ্টা করছি।
Leave a Reply