শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে আরো দুইজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
জেলা প্রশাসক জানান, মঙ্গলবার যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তাদের মধ্যে একজনের বাড়ি হিজলা এবং অপরজনের মুলাদীতে। হিজলা ও মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মঙ্গলবার তাদের টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও, এর আগে বাবুগঞ্জে তিনজন, আগৈলঝাড়া, গৌরনদীতে, মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জে একজন করে করোনা রোগী শনাক্ত করা হয়।
Leave a Reply