শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন দুই রোগীর করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার (১২ রবিবার) বিকালে বিষয়টি নিশ্চিত করেন করোনাভাইরাস নিয়ন্ত্রণ বরিশাল জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ কারণে রবিবার সন্ধ্যা সোয়া ৭টায় জেলাকে লকডাউন করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন তিনি।
করোনা শনাক্ত হওয়া রোগীরা হচ্ছেন–মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরচরের বাসিন্দা আবদুর রব মুন্সি (৬০) এবং বাকেরগঞ্জ উপজেলার ডিঙ্গারহাট এলাকার বজলুর রহমান (৬৫)।
পরীক্ষা রিপোর্ট সূত্রে জানা গেছে, শনিবার ওই দুই রোগীর নমুনা সংগ্রহ করা হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. একেএম আকবর আলী স্বাক্ষরিত পৃথক টেস্ট রিপোর্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মেডিক্যালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, তিন-চার দিন আগে তাদের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তাদের অবস্থা উন্নতির দিকে।
Leave a Reply