শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কনোনাকে ভয় নয়, ভালবাসা দিয়ে করব জয়। শ্লোগান নিয়ে বরিশালে করোনা দূর্যোগ মোকাবেলায় অনুপ্রেরনা কার্যক্রম শুরু করেছে স্বানাক (স্বরূপকাঠী-নাজিরপুর কল্যান) ফাউন্ডেশন বরিশাল। এই সংগঠনটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বুধবার দরিদ্র ও গরীব রোগীদের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ বুধবার বেলা ১২ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বহিঃবিভাগের অনুপ্রেরনা কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, শেবাচিমের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ইমরুল কায়েস, স্বানাক (স্বরূপকাঠী-নাজিরপুর কল্যান) ফাউন্ডেশন বরিশাল’র সভাপতি ডাঃ মলয় কৃষ্ণ বড়াল, সাধারণ সম্পাদক ডাঃ সৌরভ সুতার, শেবাচিম হাসপাতালের ইনডোর চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আশিক দত্তসহ সংগঠনের নেতৃবৃন্দ।
স্বানাক (স্বরূপকাঠী-নাজিরপুর কল্যান) ফাউন্ডেশন বরিশাল’র অনুপ্রেরনা কার্যক্রম সম্পর্কে সাধারণ সম্পাদক ডাঃ সৌরভ সুতার বলেন, আজকে ছিলো এই সংগঠনটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী। গতবছর এই দিনে ঘটাকরে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বর্তমানে দেশে করোনা ভাইরাসের দূর্যোগ চলছে। তাই এই দূর্যোগ মোকাবেলায় দরিদ্র ও গরীব রোগীদের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদানের অনুপ্রেরনা কার্যক্রম শুরু করেছি আমারা। এই অনুপ্রেরনা কার্যক্রমে প্রতিদিন ৫ জন করে দরিদ্র ও গরীব রোগীদের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হবে।
Leave a Reply