শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশাল-১ আসনের সংসদ সদস্য (পূর্ন মন্ত্রী’র মর্যাদায়) পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তাগন মিলে সোমবার দিনভর বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন এলাকার গরীব, অসহায়, দুস্থ ও নি¤œ আয়ের সাধারন মানুষের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারি বরাদ্ধের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
জানাগেছে, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে মিলে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে দিনভর উপজেলার চাঁদশী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার গরীব, অসহায়, দুস্থ ও নি¤œ আয়ের সাধারন মানুষের মধ্যে সরকারি বরাদ্ধের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় তারা করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা মেনে এলাকাবাসীসহ সকলকে তাদের নিজ নিজ ঘরে থেকে সরকারকে সহযোগীতা করার আহবান জানান।
উল্লেখ্য, এর আগে তারা চাঁদশী হাটের টল ঘরে বসে সামাজিক দুরত্ব বজায় রেখে ইউনিয়নের গরীব, অসহায়, দুস্থ ও নি¤œ আয়ের সাধারন মানুষের মধ্যে সরকারি বরাদ্ধের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় তারা অসহায় পরিবারগুলোর মাঝে পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজী মশুর ডাল, ৫কেজী আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়ন ও পৌর এলাকার গরীব অসহায় ও নি¤œ আয়ের সাধারন মানুষের পরিবারগুলোর মধ্যে সরকারি বরাদ্ধের এ খাদ্য সামগ্রীগুলো পৌছে দেয়া হবে।
Leave a Reply