সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার॥ ব্যবসা ও সেবনে বাঁধা দেওয়ায় মাদকসেবীদের হামলায় চারজন আহত হয়েছে।
স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামে। এ ঘটনায় রবিবার রাতে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত রনি গোমস্তা জানান, ভীমেরপাড় গ্রামের নুর হোসেন গোমস্তার দোকানে বসে মাদক বিক্রি ও প্রকাশ্যে সেবন করে আসছিলো একই এলাকার সজিব গোমস্তা, হৃদয় আকন, আকাশ আকন, কাউয়ুম হাওলাদার ও মাসুম গোমস্তা।
এলাকায় মাদক বিক্রি ও সেবনে বাঁধা প্রদান করেন তিনি (রনি), স্থানীয় রাকিব গোমস্তা ও ইউসুফ গোমস্তা।
এতে ক্ষিপ্ত হয়ে রবিবার সকালে মাদকসেবীরা পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
হামলা ঠেকাতে গেলে নুর মোহাম্মদ গোমস্তা (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে আহত করা হয়।
অভিযোগ অস্বীকার করে নুর হোসেন গোমস্তা বলেন, পূর্ব শত্রুতার জেরধরে তাদের পক্ষের তিনজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই সাধন কুমার জানান, এঘটনায় কাউকে আটক করা হয়নি। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply