শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ঃ প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধের জেলা প্রশাসকের নির্দেশ অম্যান্য করে জেলা পরিষদের দোহাই দিয়ে বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ খেয়াঘাটে যাত্রী পারাপার অব্যাহত রেখেছে ইজারাদার। করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলার সকল খেয়াঘাট বন্ধের ঘোষণা দিয়েছেন। জেলা প্রশাসকের ওই নির্দেশ উপেক্ষা করে ঘাট ইজারাদার অতিরিক্ত ভাড়া উত্তলনের মাধ্যমে খেয়াঘাট সচল রেখেছে । শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, মীরগঞ্জ খেয়াঘাট দিয়ে যাত্রীরা পারাপার হচ্ছে।
সরকারের নির্দেশনা অমান্য করে ঘরের বাহির হয়ে খেয়া পারাপার কেন হচ্ছেন এমন প্রশ্নে একাধিক যাত্রীরা জানিয়েছে ঘাট ইজাদার খেয়াপারাপার করছে জানতে পেয়ে তারা বাড়ি থেকে বের হয়েছেন। এব্যাপারে মীরগঞ্জ খেয়াঘাটের ইজাদার সুমন রাঢ়ী বলেন জেলা পরিষদ থেকে খেয়াঘাট বন্ধ রাখার কোনো চিঠি পায়নি বলে খেয়াঘাট বন্ধ করা হয়নি। খেয়াঘাট বন্ধ করার এখতিয়ার জেলা প্রশাসকের নেই।
সরকারি ভাড়া জনপ্রতি ৭টার স্থলে ২০টাকার ভাড়া নেয়ার বিষয় জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান বলেন সরকারি নির্দেশ অমন্য করে কেউ খেয়াঘাট সচল রাখলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বিশেষ প্রয়োজনে , যেমন ঔষধ, রোগী বিদ্যুতসহ জরুরী প্রয়োজন ছাড়া কোন যাত্রী পার হতে পারবে না।
খেয়াপারাপরের বিষয়টি জানতে পেরে তিনি পুলিশ পাঠিয়ে সাময়িক ভাবে বন্ধ করেন। উল্লেখ্য শনিবার বিকালে খেয়া ঘাটে প্রতিবেদক সংবাদ সংগ্রহ করতে গেলে খেয়ায় মাস্ক বিহীন পারাপাররত বরিশালের জৈনিক এক সাংবাদিক বেজায় চটে। তিনি বরিশালের এক সাংবাদিক নেতার ছোট ভাই পরিচয়ে বলেন আমাকে না চিনলে কেমন সাংবাদিকতা করেন! তার মটর সাইকেলের স্টীকার দেখেই তাকে চেনা উচিত এবং প্রতিবেদকের সংবাদ সংগ্রহ স্থগিত করা উচিত ছিলো বলে হুমকি দেন। বিষয়টি একটি ফেইসবুক লাইভে ধরা পরে।
Leave a Reply