শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি।। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাট-বাজারগুলোতে জীবানুনাশক স্প্রে দিয়ে পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর উদ্যোগে ইউনিয়ন পরিষদের গ্রাম-পুলিশের সদস্যরা হাট-বাজারগুলোতে জীবানু নাশক স্প্রে দিয়ে পরিস্কার করেন।
একইভাবে স্থানীয় বায়জিদ হাসান, শামিম হোসেন ও রানা তালুকদারের নেতৃত্বে সকাল থেকে মাহিলাড়া বাজারে ব্যাপক ভাবে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়। অপরদিকে করোনা প্রতিরোধে উপজেলা ব্যাপী ব্যাপক সচেতনতা বৃদ্ধি ও হাট-বাজারগুলোতে লোক সমাগম ঠেকাতে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ও ওসি গোলাম ছরোয়ারের নেতৃত্বে মাঠ পর্যায়ে কার্যক্রম অব্যাহত রেখেছেন পুলিশ সদস্যরা।
Leave a Reply