শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ সারা দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস আতঙ্ক এমন মুহুর্তে সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের শিক্ষকদের গনজমায়েত করে বেতন দেয়া। প্রশাসন বলছে তারা কিছুই জানেনা। তবে কোন ব্যাবস্থা না নেওয়ায় ও গনজমায়েত করে বেতন দেয়া নিয়ে জনমনে আতঙ্ক ছারিয়ে পরেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার সকালে উপজেলা সদরে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের হলরুমে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের ৬শত শিক্ষক ও ১৫জন সুপারভাইজারদের গণজমায়েত করে বেতন ভাতা প্রদান করেছেন উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুার সহকারী পরিচালক মো.জানে আলম। মৌলিক স্বাক্ষরতা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হলোন ব্রেভ।
উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুার সহকারী পরিচালক মো.জানে আলম বলেন, মৌলিক স্বাক্ষরতা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ব্রেভ এর কর্মকর্তারা ও শিক্ষক প্রতিনিধিদের উপজেলা নির্বাহী অফিসারের অনুমোদন সাপেক্ষে শিক্ষকদের গনজমায়েত করে বেতনের টাকা দিয়েছি। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, মৌলিক স্বাক্ষরতা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ব্রেভ এর কর্মকর্তারা ও শিক্ষকদের জমায়েত হওয়ার আমি কোন অনুমোদন দেওয়নি।
ব্রেভের নির্বহী পরিচালক আনোয়ার উল্লাহ জানান, আমি বেতনের টাকা দিতে বলেছি তবে গনজমায়েত হতে বলিনি। তবে এ বিষয়ে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুার সহকারী পরিচালক মো.জানে আলম জানে কেন সরকারে নিদের্শ অমান্ন করছে গনজমায়েত করেছে।
Leave a Reply