বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলে সাহিদা বেগম (৩৫) নামে এক গহবধূকে যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে পুলিশ ওই গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছেন। সাহিদার ভাই আবদুর জব্বার অভিযোগ করেন, তার ভগ্নিপতি খলিল যৌতুকের জন্য তার বোনকে বিভিন্ন সময় মারধর করতো। বিয়ের সময় গাড়ি কেনার নামে তাকে ২ লাখ টাকা যৌতুক দেয়া হয়। কয়েকদিন আগেও সাহিদা ২০ হাজার টাকা দার নিয়ে স্বামীকে দেয়। ঘটনার দিন মঙ্গলবার সকালে যৌতুকের টাকার দাবিতে খলিল সাহিদাকে মারধর করেন। এক পর্যায়ে সাহিদা অজ্ঞান হয়ে পড়লে অবস্থা বেগতিক দেখে তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে অপপ্রচার করতে থাকেন। সাহিদা বেগমের ছেলে তৌহিদ (১২) জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে তার বাবা-মা ঝগড়া করেন। এসময় তার বাবা তার মাকে মারধর করেন। এরপর সে ভয়ে ঘর থেকে বাইরে চলে যান। পরে এসে শুনেন তার মা বিষপান করেছেন। তাকে বাউফল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বরিশাল নেয়ার পথে তিনি মারা যায় । সাহিদার বাবার নাম মৃত আহম্মেদ আলী। আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে তার বাড়ি। ১৫ বছর আগে একই ইউনিয়নের খাসেরহাওলা গ্রামের নুরুল হক মৃধার ছেলে খলিলুর রহমান মৃধার সাথে সাহিদার বিয়ে হয়। তাদের সংসারে তৌহিদ (১২) ও সুরাইয়া (৫) নামের দুই সন্তান রয়েছে। বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, তার মুখে বিষের আলামত পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply