বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার আড়াইবেকী গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্র রায়হান হাওলাদারকে (১৩) শারিরীক নির্যাতন করেছে ওই এলাকার বদমেজাজী মোজাম্মেল হাওলাদার। মোজাম্মেল পিতার নাম আবদুল গনি হাওলাদার। আহত স্কুল ছাত্র রায়হানের পিতা সাখাওয়াত হোসেন হাওলাদার ইউপি চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। ১৩ ফ্রেব্রুয়ারী শুক্রবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, রায়হান এবং মোজাম্মেলের ছেলে বৃহস্পতিবার একত্রে খেলাধুলা করছিল। তাদের ভিতর খেলাধুলা নিয়ে ঝগড়া হয়।
সেই ঝগড়ার সূত্র ধরে মোজাম্মেল হাওলাদার রায়হানকে কিল-ঘুষি-লাথি দেয় এবং একপর্যায়ে মোটা লাঠি দিয়ে তার চোখে আঘাত করে। লাঠির আঘাতে চোখের পাশ ফেটে যায় এবং চোখ থেকে রক্ত পড়ে। রক্তাক্ত রায়হানকে চিকিৎসার জন্য নিকটস্থ বাকেরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, রায়হানের চোখে আঘাত লাগার কারণে চোখ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যেকোনো সময় আরও ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় রয়েছে।
নাম প্রকাশে অনিশ্চুক এলাকাবাসী জানান, মোজাম্মেল হাওলাদার এলাকায় প্রায়ই বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মারামারি করে থাকেন। এর আগেও কয়েকটি মারামারির ঘটনায় মোজাম্মেল হাওলাদারের জড়িত থাকার অভিযোগ ওঠে। এ ব্যাপারে ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল হাসান বাবুর কাছে তারা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সাখাওয়াত হোসেনের পরিবার ও এলাকাবাসী এ ব্যাপারে মোজাম্মেলের শাস্তির দাবি করেছেন।
Leave a Reply