মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়ায় দোকানে বসে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে দোকানীসহ ৩ জনকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বানারীপাড়া থানায় দোকানী বিবেক চন্দ্র বিশ্বাস বাদী হয়ে ৩০ জানুয়ারি বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিবাদীরা হলেন, বিশারকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উমারেরপাড় গ্রামের মো. মজিদ মোল্লার ছেলে মো. ফরিদ মোল্লা (৪৫),সজল মোল্লা (২৫) ও একই এলাকার মো. জাহারুল মোল্লার ছেলে মো. নেয়ামত মোল্লা (২০) এবং অজ্ঞাতনামা আরও ৩/৪ জন।
জানাগেছে ঘটনার দিন ৩০ জানুয়ারি বেলা প্রায় সাড়ে ১১ টার সময় বাদী বিবেক চন্দ্র বিশ্বাসের কদমবাড়ি সাকিনের বটতলা বাজারের মিষ্টির দোকানে বসে বিবাদীরা বিভিন্ন প্রকার রাজনৈতিক ও ধর্ম নিয়ে আলোচনা করতে ছিলো। এ সময় দোকানী বিবেক চন্দ্র বিশ্বাস তাদেরকে ধর্ম এবং রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করলে বিবাদারী ক্ষিপ্ত হয়ে দোকানীকে এলোপাতারিভাবে মারধর করতে থাকে।
এতে তার দু’পায়ের নিচের অংশসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখম হয়। তার ডাকচিৎকার শুনে স্ত্রী মনিকা বিশ্বাশ এগিয়ে আসলে বিবাদীরা তাকেও মারধর করাসহ এক পর্যায়ে তার শ্লীলতাহানী করে বলে অভিযোগে উল্ল্খে রয়েছে। বিবাদীর ছোট ভাই সুখদেব বিশ্বাস বিবাদীদের মারধর তরতে নিষেধ করলে তাকেও পিটিয়ে জখম করা হয়।
পরে অভিযোগে উল্লেখিত বিবাদীরা এবং অজ্ঞাতনামা আরও ৩/৪ জন মিলে বিবেক চন্দ্র বিশ্বাসের মিষ্টির দোকানের ক্যাশ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং যাবার সময় দোকানের বিভিন্ন মালামাল ভাংচুর করে। শেষ খবর পাওয়া পর্যন্ত জখম হওয়া ৩ জন’ই বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
Leave a Reply