সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
তরিকুল ইসলাম, ববি প্রতিনিধি: শীতকালীন ছুটি শেষে আগামীকাল (১৫ জানুয়ারি) খুলছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। কাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী ২৫ ডিসেম্বর শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে উপাচার্য শূন্য থাকায় ভর্তি পরীক্ষা স্থগিত সহ সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির ছিলো। তাই সবকিছু পিছিয়ে পড়ে। নভেম্বর মাসের ৬ তারিখ উপাচার্য যোগদান করায় ২৭ ও ২৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা সম্পন্ন সহ সকল কার্যক্রম পুরোদমে শুরু হয়।
যারা স্নাতক পর্যায়ে ভর্তি পরিক্ষায় চান্স পেয়েছে তাদেরকে ১২ জানুয়ারি প্রথম ধাপে মনোনীত বিষয় দেওয়া হয়েছে। ১৩ থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত তাদের ভর্তি কার্যক্রম অব্যহত থাকবে।
এদিকে শীতের আমেজ ও দীর্ঘ ছুটি কাটিয়ে ইতিমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।
Leave a Reply