শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
মোঃ আরিফ বিল্লাহ নাছিম, কুয়াকাটা ,কলাপাড়া প্রতিনিধি ॥
আজ সকাল থেকে আকস্মিক বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠে এবং তুফনের তোড় বেড়ে যায়। জেলেরা গভীর সমুদ্রে টিকতে না পেয়ে উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদে আশ্রয় নিয়েছে। মৎস্য বন্দর আলীপুর-মহিপুর শিববাড়িয়া নদীতে দেশের বিভিন্ন এলাকার শতাদিক মাছ ধরা ট্রলার আশ্রয় নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর ৩নং স্থানীয় সতর্কতা সংকেত জারী করেছে।
জেলেদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার শেষ বিকালে পর্যন্ত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলো উপকূলে এসে আশ্রয় নিয়েছে। তবে এখন কিছুসংখ্যক মাছ ধরার ট্রলার তীরে এসে পৌঁছাতে পারেনি। জেলেরা বরফ, তৈল ও দৈনন্দিন বাজার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলেও বৈরী আবহাওয়ার কারণে ফিরে আসতে হয়েছে। শুক্রবার সকালের মধ্যে সবগুলো ট্রলার ঘাটে এসে পৌঁছাবে এমনটাই জানিয়েছেন এখানকার ট্রলার মালিকরা। কুয়াকাটা সংলগ্ন আলীপুর-মহিপুর শিববাড়িয়া নদীতে নিরাপদে আশ্রয় নিয়ে নোঙর করে আছে শতাদিক মাছ ধরা ট্রলার।
কুয়াকাটা আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি ও লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লা জানান, হঠাৎ সাগর উত্তাল হয়ে ওঠে। জেলেরা সমুদ্রে টিকতে না পেরে নিরাপদে আশ্রায় নিয়েছে। ঘাটে ফেরার পথে সুন্দরবন সংলগ্ন সমুদ্রে আমার ট্রলারটি ডুবে গেছে। অন্য একটি ট্রলার মাঝি মাল্লাদের ঘাটে নিয়ে
Leave a Reply