রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে: বরিশালের বানারীপাড়ায় কবর দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের মো. আবুল হোসেন বেপারী ও মো. মকবুল হোসেন বেপারী অভিযোগ করে বলেন,তার পিতা মৃত হাশেম বেপারী,দাদা ঈমান উদ্দিন,দাদী কুলসুম বেগম ও মকবুল হোসেন বেপারীর ছেলে মামুনকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাদের পারিবারিক কবরস্থানটি প্রায় ৭০ বছরের পুরনো।
তারা আরও জানান,প্রতিবেশি জয়নাল বেপারীর ছেলে রশিদ বেপারীর সাথে সম্পত্তি নিয়ে তাদের দীর্ঘ দিন ধরে আদালতে মামলা চলছিলো। সেই মামলায় আবুল হোসেন বেপারী ও মকবুল হোসেন বেপারীরা দু’বার তাদের পক্ষে রায়ও পেয়েছেন। বর্তমানে ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়েছে যা চলমান রয়েছে।
এ অবস্থায় রশিদ বেপারীর কাছ থেকে মো. বাবুল হাওলাদার ৪ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। রশিদের কাছ থেকে ক্রয়কৃত সম্পত্তি সম্পূর্ণ বুঝে না পেয়ে আবুল হোসেন পেবারী ও মকবুল হোসেন বেপারীদের পারিবারিক কবরস্থান দখলে নিতে ৩/৪টি কবরের ওপরে ইট ফেলে অবৈধ ট্রলিগাড়ি রাখার ব্যবস্থা করছে বাবুল হাওলাদাররা।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৭৫),আলমগীর বেপারী (৬৫) ও আনোয়ারা বেগম (৫০) সহ আরও অনেকে জানান,যে স্থানে ঘর,বাথরুম ও যেখানে গাড়ি রাখা হচ্ছে তার পুরোটা জায়গা নিয়েই একটি পারিবারিক কবরস্থান।
এদিকে আদালত থেকে বার বার রায় পাওয়ার পরেও অসহায় আবুল হোসেন বেপারী ও মকবুল হোসেন বেপারীরা তাদের পারিবারিক কবরস্থানের ওপরে তোলা স্থাপনা সরাতে দখলদারদের অনুরোধ করলেও তারা কোন প্রকার কর্ণপাত করছে না বলে তারা জানান।
এনিয়ে স্থানীয়ভাবে বার বার সালিশ মিমাংশার দিন তারিখ ধার্য করা হলেও দখলদাররা তারিখ মতো উপন্থিত না হওয়ায় বাপ-দাদার কবর উদ্ধারে অসহায় আবুল হোসেন ও মকবুল হোসেন প্রতিনিয়ত মানুষের ধারে ধারে ঘুরছেন।
অভিযুক্তদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন,ওই স্থানে কবর আছে সেটা তারা জানেন না। তারা ক্রয়কৃত চৌহর্দি দেওয়া সম্পত্তিতেই বসতবাড়ি নির্মাণ করেছেন।
Leave a Reply