রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ নির্বাচন কমিশনের জাছাই বাছাইয়ে বৈধতা পাওয়া তিসন প্রার্থীর মধ্যে একজন বিলকিস বেগম। মানব সেবার ব্রত নিয়ে বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের অনুষ্ঠিতব্য উপনির্বাচনে প্রার্থীতা করছেন বিলকিস বেগম।
রবিবার বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন অফিসে প্রার্থীতার যাছাই বাছাই শেষে বিলকিস বেগম বলেন, আমি উক্ত আসন থেকে নির্বাচিত হতে পারলে মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দেব। সরকারি বরাদ্ধ সঠিক বন্টন করে দৃষ্টান্ত স্থাপন করাই আমার মূল লক্ষ্য। আসনটিতে মোসাঃ মুন্নি আক্তার ও মাজেদা আক্তার প্রার্থীতা করবেন। উল্যেখ্য উক্ত ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য নাজমুন নাহার এর মৃত্যুতে আসনটি শুন্য হয়। ওই আসনে আগামী অক্টোবরের ১৪ তারিখ উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে লক্ষে নির্বাচন কমিশন ইতিমধ্যে যাছাই বাছাই শেষে ৩ জন প্রার্থীকে বৈধতা দিয়েছে। ২৩ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দের কথা রয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, প্রতিক বরাদ্দের আগে প্রচার প্রচারনা বন্ধ থাকবে। এছাড়া সুষ্ঠ নির্বাচনের আয়োজন করতে প্রয়োজনিয় ব্যবস্থ গ্রহন করার কথা জানান তিনি।
Leave a Reply