মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ট্রাফিক খায়রুল আলম বলেছেন, বরিশাল মেট্রোপলিটন শহরের সড়কগুলো যানজট মুক্ত নিরাপদ সড়ক করার ক্ষেত্রে যা যা করনীয় তাকরা হবে। নগরের ভিতর বেআইনি ভাবে চলাচলরত ইজিবাইক, থ্রিহুইলার ও ইঞ্জিনচালিত প্যাডেল চালিত রিকসার সাথে নগর ট্রাফিক পুলিশের কোন সম্পর্ক নেই।
এছাড়া বাস, মিনিবাস, মাইক্রোবাস সহ বিভিন্ন হালকা ভারী যান-বাহনে যেসব কাগজ-পত্র ও ফিটনেস বিহীন গাড়িগুলোর সমস্যা ত্রুটি রয়েছে সেগুলো দ্রুত সম্পূর্ণ করার জন্য বাস-মালিক ও শ্রমীক ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তিনি।
এক্ষেত্রে ট্রাফিক বিভাগ থেকে সকল ধরনের সর্বাত্মক সহযোগীতা করা হবে ট্রাফিক। বিভাগ সবসময়ে মনে করে সড়কগুলোতে কোন ধরনের অনাখাঙ্খিত ঘটনায় কারো প্রানহানী না ঘটে।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) নগরীর রুপাতলী বাস স্টান্ড সংলগ্ন পুলিশ বক্সের সামনে অনুষ্ঠিত এক সচেতনতামুলক পথ সভায় ডিসি ট্রাফিক খায়রুল আলম এসব কথা বলেছেন। এসময় সহকারী পুলিশ কমিশনার ফাইয়েজুর রহমান ও ট্রাফিক প্রশাসন সামসুল আলম উপস্থিত ছিলেন।
এর আগে রোববার সকালে বরিশাল নগরীর কাশিপুর পেট্রোলপাম্প থেকে সিন্ডবি রোড পর্যন্ত ফোর লেনের কার্যক্রম চালু করেন ট্রফিক বিভাগ। উপ-পুলিশ কমিশনার নিজে উপস্থিত থেকে এই কার্যক্রম তদারকি করেন। ফোরলেন ব্যবহারে যানবাহন চালকদের উৎসাহিত করতে প্রতিটি পয়েন্টে ট্রাফিক পুলিশ এর ব্যবস্থা করা হয়েছে।
পরে সকাল ১১টায় রূপাতলীতে সচেতনতামুলক পথসভায় ডিসি ট্রাফিক খায়রুল আলম বলেন, ‘সড়কের ওপরে বা ফোরলেন দখল করে যানবাহন রাখা হলে তা আটক সহ আইনের সঠিক প্রয়োগ করা হবে। এর পূর্বে গতকাল শনিবার নগরীর নথুল্লাবাদ ও চৌমাথা এলাকায় যানজট মুক্ত নিরাপদ সড়ক বিষয়ক পথসভা করেন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার।
Leave a Reply