মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুরে শনিবার সন্ধ্যায় পুলিশের মোটরসাইকেল চাপায় মোজাহার হোসেন হাওলাদার (৬০) নামের এক ভিক্ষুকের মৃত্যুহয়েছে। নিহত মোজাহার হাওলাদার উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের মৃত জোনাব আলী হাওলাদারের পুত্র।
ভিক্ষুকের নিজস্ব কোন আবাস স্থান না থাকায় সে উপজেলার সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামে শালিকা নাছিমা আক্তারের বাড়িতে থাকতো। নিহতের স্ত্রী অন্ধ। এ ছাড়া তার ১ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মিজান নামের এক যুবক জানান, শনিবার সন্ধ্যায় মোটর সাইকেলে করে সাদা পোশাকের ২ পুলিশ সদস্য উপজেলার দীঘিরজান বাজার থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিলো।
এ সময় ওই ভিক্ষুক উপজেলা সদর থেকে হেটে চিথলিয়া যাওয়ার পথে পাতিলাখালী প্রাইমারী স্কুলের সামনে এলে পুলিশের মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ মোজাহার রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা ও ওই দুই পুলিশ সদস্য আহত বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ও কর্তব্যরত চিকিৎসক ডা. রতন কুমার ঢালী জানান, আহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার ২/১ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম মুনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধ রাস্তা পার হবার সময় পুলিশের গাড়িতে থাক্কা লাগলে হাসপাতালে নেবার পর তার মৃত্যু হয়।
Leave a Reply