রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই কলেজের ছাত্রলীগ সভাপতি রাকিব হোসেন রনিকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহিম চৌধুরী পাপন ও সম্পাদক মো. রিয়াজ মাহামুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রলীগের এক জরুরি সভার সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মনপুরা কলেজ ছাত্রলীগ সভাপতি রাকিব হাসান রনিকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।
ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গত পাঁচ দিন ধরে জেলাব্যাপী আলোচনা-সামালোচনা ঝড় বইছে। এ দিকে ধর্ষণের এ ঘটনায় রাকিবকে গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। রাকিবকে পালিয়ে যেতে সুযোগ দিয়েছে পুলিশ এমন অভিযোগও রয়েছে।
সূত্র জানায়, এ ঘটনায় গত শুক্রবার মামলা করতে গেলে প্রথম মামলা নিতে গড়িমসি করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী বরাবর দেওয়া কলেজছাত্রীর লিখিত অভিযোগের পর পুলিশ বিষয়টি আমলে নেয়। মনপুরায় এসব বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ দিকে আলামত পরীক্ষার জন্য রোববার ওই কলেজছাত্রীকে পুলিশ হেফাজতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।শনিবার রাতে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, অভিযুক্ত রাকিবকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই।
Leave a Reply